হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে অটোচালক আটক

নিজস্ব প্রতিবেদক ,চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের ফুটপাত থেকে এক ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল আলী (৫৫)। তিনি চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকে নুরু কোম্পানির গ্যারেজের পাশে ভাড়া বাসায় থাকেন। তাঁর বাড়ি ভোলা জেলায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ আজকের পত্রিকাকে জানান, ১১ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ওই আবাসিক এলাকা থেকে ২৬ বছর বয়সী এক নারীকে অটোরিকশায় তুলে নেওয়ার পর গ্যারেজে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত চালক। ওই নারী এলাকাটিতে ভিক্ষাবৃত্তি করেন।

ওসি বলেন, ভিক্ষুক নারী একটু সরল প্রকৃতির, তবে বুদ্ধিপ্রতিবন্ধী নন। তাঁকে শহরে ঘোরানোর কথা বলে অটোরিকশায় তুলে নিয়েছিলেন চালক। ধর্ষণের শিকার হওয়ার পর তিনি প্রথমে ঘটনাটি কাউকে জানাননি। তবে শনিবার রাতে থানায় এসে বিষয়টি জানান। পুলিশ মৌখিক অভিযোগ পেয়েই তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্যারেজ থেকে অভিযুক্ত চালককে আটক করে।

পুলিশ কর্মকর্তা আফতাব বলেন, ‘আক্রান্ত নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে মামলায় তাঁকে (আব্দুল আলী) গ্রেপ্তার দেখানো হবে।’

লঞ্চে নবজাতকের জন্ম, আজীবন ফ্রি যাতায়াত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ দফা মাইন বিস্ফোরণ, মরল কুকুর ও বন্য শূকর

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা রাফি, কনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু

গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত কারাগারে

সোনাদিয়ার সাড়ে ৯ হাজার একর জমি বন বিভাগে হস্তান্তরের উদ্যোগ

শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি: স্বামীর যাবজ্জীবন, স্ত্রীর ১৪ বছর সাজা

ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

রাঙামাটিতে কৃষিকাজের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

নোয়াখালীতে চাঁদা না পেয়ে দোকান-ফার্মে হামলা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

সাবেক মন্ত্রী তাজুলের পরিত্যক্ত বাড়িতে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ৫