থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানে থানচিতে গভীর বনে ৭ একর জমিতে চাষ হওয়া পপি ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) উপজেলার তিন্দু ইউনিয়নের পাইরিং ম্রোপাড়া এলাকায় এই পপি খেত ধ্বংস করা হয়
বিজিবি সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে ৩৮ বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলমের নির্দেশে ২০ জনের একটি দল তিন্দু ইউনিয়নের পাইরিংম্রো এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পপি চাষিরা পালিয়ে যান। এসময় পপি চাষ হচ্ছে এমন ৭ একর পাহাড়ী জমির সন্ধান পাওয়া যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতের পপিখেত ধ্বংস করা হয়। ধ্বংস করা পপি প্রক্রিয়াজাত করে আনুমানিক ৩৫০ কেজি আফিম উৎপাদন করা যেতো।