তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলায় ছুরিকাঘাতে এক কলেজশিক্ষার্থী খুনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা গেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ দাখিল পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, নিহত কলেজশিক্ষার্থীর নাম মো. সিয়াম (১৮)। তিনি উপজেলার চরমোহনপুর গ্রামের বাকের সরকারের ছেলে এবং মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্র থেকে আটজন দাখিল পরীক্ষার্থী বের হয়ে সিয়ামের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় তারা সিয়ামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে রাশেদা আক্তার নামে এক নারী ও স্থানীয় এক সাংবাদিক আহত সিয়ামকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
নিহত সিয়ামের এক বন্ধু আজকের পত্রিকাকে বলেন, ‘মেসেঞ্জারে তর্কাতর্কি হয়েছে, সে বিষয়ে মীমাংসা করার কথা বলে আজকে সিয়ামকে ডেকে আনা হয়।’ তবে সিয়ামকে কারা ডেকে এনেছে এ বিষয়ে জানতে চাইলে সিয়ামের বন্ধু কিছুই বলতে পারেননি।
নিহত সিয়ামের মা তাহমিনা সবুজ বলেন, ‘এক মেয়ের সঙ্গে মেঘনার ব্রাহ্মণচর নয়াগায়ের এক ছেলের প্রেমের সম্পর্ক নিয়ে আমার ছেলের ফেসবুকে তর্কাতর্কি হয় এবং তারা আমার ছেলেকে হুমকি দেয়। পরে সিয়াম তার বাবার সঙ্গে ঘটনাটি শেয়ার করলে সিয়ামের বাবা ওই ছেলেকে ঝগড়া না করার অনুরোধ করে।’
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। আরও তিনজন পলাতক রয়েছে। তাদেরও আটক করার জন্য অভিযান অব্যাহত আছে।’