কক্সবাজারের রামু বিজিবি মরিচ্যা চেকপোস্টের ব্রিজের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আনোয়ারুল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃতের আনুমানিক বয়স ২৫ বছর। তাঁর পরিচয় শনাক্তের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ওসি আরও বলেন, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে সেখানে ফেলে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।