হোম > অপরাধ > চট্টগ্রাম

বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার হরিণ শিকার করে জবাই করার অপরাধে পাঁচজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার নাপোড়া চুনতি অভয়ারণ্যে বন্য হরিণশিকারীদের ধরতে বন-বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

হরিণ শিকার (জবাই) করার খবর পেয়ে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালানো হয়।
 
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এতে আরও উপস্থিত ছিলেন চুনতি অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।

এ সময় উপজেলার নাপোড়া ৫ নম্বর ওয়ার্ডের মো. আলীর ছেলে মো. জসিম (২১) একাই এলাকার আলী হোসেনের ছেলে মো. নেজাম (২০), নেয়ামত আলীর ছেলে মনজুর (৩০), আব্দুল হকের ছেলে মো. হোসেন (৪০), মকসেদ আলীর ছেলে কালুকে (১৮) আটক করা হয়।

খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘আটককৃত প্রত্যেককে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ২৩ (২) ধারার অপরাধে ২৬ (১ ক) ধারায় ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই সময় জবাইকৃত মায়া হরিণটি মাটি চাপা দেওয়া হয় এবং হরিণ ধরতে ব্যবহৃত জাল পুড়িয়ে দেওয়া হয়। বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ