হোম > অপরাধ > চট্টগ্রাম

প্রবাসীর স্বর্ণ ছিনতাই, পুলিশের এসআইকে হাতেনাতে ধরল জনতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে ১৬ ভরি স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টার সময় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) স্থানীয়রা হাতেনাতে ধরে থানায় সোপর্দ করেছে। আজ রোববার বিকেলে নগরের খুলশী থানাধীন টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত পুলিশ সদস্য আমিনুল ইসলাম খুলশী থানায় কর্মরত আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় স্বর্ণ নিয়ে যাচ্ছিলেন সৌদিপ্রবাসী আব্দুল খালেক। পথে নগরীর টাইগারপাস এলাকায় স্বর্ণের মালিক থেকে চোরাই স্বর্ণ বলে তা কেড়ে নিয়ে পালানোর সময় এসআই আমিনুল ও তাঁর সোর্স জাহেদকে জনতা আটক করে। পরে খুলশী থানা-পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে।

মোখলেছুর রহমান বলেন, ‘অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে। সার্বিক বিষয়ে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। স্বর্ণের মালিক আটটি বালার প্রতিটিতে দুই ভরি করে মোট ১৬ ভরি স্বর্ণ আছে বলে দাবি করেছে। থানার ওসি বিষয়টি ভালো বলতে পারবে।’

তবে এ বিষয়ে জানতে ওসি শেখ মো. নেয়ামত উল্লাহকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২