হোম > অপরাধ > চট্টগ্রাম

দাগনভূঞায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা, আহত ২০

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

দাগনভূঞায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার বেলা তিনটার দিকে বাজারের চৌমুহনী রোডে পেট্রলপাম্পের সামনে হামলার ঘটনাটি ঘটে। 

উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন হামলার জন্য ছাত্রলীগ, যুবলীগসহ বিএনপির বিদ্রোহী অংশকে দায়ী করেছেন। 

আকবর হোসেন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে বেলা তিনটার দিকে জেলা বিএনপির সদস্যসচিব আলাউদ্দিন আলাল ও তাঁর নেতৃত্বে দাগনভূঞা বাজারের চৌমুহনী রোডে অবস্থিত পেট্রলপাম্পের সামনে অবস্থান নেন বিএনপির নেতা-কর্মীরা। অবস্থান কর্মসূচি চলাকালে লাঠিসোঁটা হাতে আওয়ামী লীগের ২০-৩০ জন অতর্কিত হামলা চালান এবং ব্যানার ছিঁড়ে ফেলেন। একপর্যায়ে তাঁরা অবস্থান কর্মসূচি বন্ধ করে চলে যান। 

আকবর হোসেন দাবি করেন, হামলায় তিনি নিজেসহ কমপক্ষে ২০ বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন। তিনি আরও বলেন, এই হামলার সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ ছাড়াও বিএনপির একটি অংশ জড়িত। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন মামুন বলেন, ‘বিএনপির লোকজন নাশকতার উদ্দেশ্যে পেট্রলপাম্পের সামনে জড়ো হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেয়। এ সময় কোনো হামলার ঘটনা ঘটেনি। 

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, বাজারের চৌমুহনী রোডে বিএনপির অবস্থান নেওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দিতে যান। এ সময় পুলিশ সবাইকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার