হোম > অপরাধ > চট্টগ্রাম

ধানের কুঁড়ায় রং মিশিয়ে হলুদ-মরিচ-ধনিয়ার গুঁড়া, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কারখানায় ধানের কুঁড়া, রং ও কয়লা মিশিয়ে ভেজাল হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া তৈরির অভিযোগে ছয়জনকে আটক করেছে র‍্যাব। এ সময় কারখানাটি থেকে প্রায় ১৪ মণ ধানের কুঁড়া, বিভিন্ন রং ও রাসায়নিক জব্দ করা হয়। 

গতকাল বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি থানাধীন খাতুনগঞ্জে হামিদউল্লাহ মিয়া বাজারে একটি ভবনের নিচতলার অবস্থিত কারখানায় এসব ভেজাল পণ্য জব্দ করা হয়। আজ শুক্রবার র‍্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। র‍্যাবের হাতে আটককৃতরা হলেন মো. ইসহাক (৪০), মো. সাগর (২৭), মো. নসু মাঝি (৬০), রাহাত উদ্দিন (২১), মো. শহিদ (৪০) ও খাইরুল (৩০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবক। 

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অভিযানকালে কারখানার ম্যানেজার মো. ইসকান্দার পালিয়ে যেতে সক্ষম হন। তাঁর বাড়ি পটিয়া উপজেলার নালন্দা গ্রামে। এ ঘটনায় হওয়া মামলায় তাঁকেও আসামি করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, আসামির স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে ভেজাল গুঁড়া মসলা তৈরির উপকরণ ১২টি বস্তায় ১৪ মণ ধানের কুঁড়া, সাড়ে ৮০০ গ্রাম লাল রং, সাড়ে ৩০০ গ্রাম হলুদ রং, ২০ গ্রাম খয়েরি রং ও ৮০০ গ্রাম কয়লা জব্দ করা হয়েছে। এ ছাড়া কুঁড়ামিশ্রিত ২৮৬ কেজি গোটা হলুদ, ৩৩৩ কেজি ভেজাল হলুদের গুঁড়া, ১৫৭ কেজি ভেজাল মরিচের গুঁড়া, ৮০ কেজি ধনিয়ার গুঁড়া জব্দ করা হয়। এসব মালামাল বিক্রির জন্য রাখা হয়েছিল। 

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। আসামিদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। 

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ