ফেনী পরশুরামে ভাগনে বউকে ধর্ষণের মামলায় মামাশ্বশুর মো. সরোয়ার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সরোয়ারকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার তাঁকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
মামলায় জানা গেছে, গত বছরের ১৭ আগস্ট সরোয়ার হোসেন তাঁর বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুপুরের খাবার খেয়ে একটি কক্ষে শুয়ে পড়েন। এ সময় তাঁর বোন পাশের বাড়িতে গেলে সরোয়ার ভাগনে বউকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মামাশ্বশুর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ওই দিন রাতেই ভুক্তভোগী মামাশ্বশুরের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন।
দীর্ঘ ছয় মাস পর বরিশাল নগরীর একটি বাসা থেকে পরশুরাম থানা-পুলিশের একটি বিশেষ টিম তাঁকে গ্রেপ্তার করে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসাইন খান বলেন, ঘটনার পর সরোয়ার বরিশালে আত্মগোপনে চলে যান। সেখানে তিনি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকতেন। প্রযুক্তির সহায়তায় সরোয়ারকে পুলিশ গ্রেপ্তার করে। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।