হোম > অপরাধ > চট্টগ্রাম

পুলিশের হেফাজত থেকে পালানো বাচ্চু ফের ইয়াবাসহ ধরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম আদালত থেকে জেলহাজতে নেওয়ার পথে হাতকড়াসহ পালানো মাদক মামলার আসামি শামসুল হক বাচ্চু (৬০) আবারও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। আজ রোববার সকালে সীতাকুণ্ড উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘সীতাকুণ্ডে আমাদের একটি চেকপোস্ট বসানো হয়েছিল। ওই চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলাকালে আসামি শামসুল হক বাচ্চু ৩৭টি ইয়াবাসহ গ্রেপ্তার হন।’

এর আগে ৫ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম আদালতের জেলা সদর কোর্ট হাজতখানার পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান বাচ্চু। তিনি কুমিল্লার কোতোয়ালি মডেল থানার কালীরবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এরপর ৪ জানুয়ারি যাত্রীবাহী বাসে তল্লাশি চলাকালে এক হাজার ইয়াবাসহ তিনি গ্রেপ্তার হয়েছিলেন চন্দনাইশ থানা-পুলিশের হাতে। গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই দিন সন্ধ্যা ৭টায় অন্য আসামিদের সঙ্গে বাচ্চুকেও প্রিজন ভ্যানে করে চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়ার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান তিনি। ওই ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশের সাত সদস্যকে প্রত্যাহার করা হয়।

এ ছাড়া জেলা সদর কোর্ট পুলিশ পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় পলাতক বাচ্চুকে আসামি করে মামলা করেন। পাশাপাশি চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২