Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

কর্ণফুলীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার পোশাককর্মী, গ্রেপ্তার ৩

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার পোশাককর্মী, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের কর্ণফুলীতে পোশাক কারখানার এক নারী শ্রমিককে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার ভোররাতে উপজেলার রায়পুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার রাতে উপজেলার একটি পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাসেল (২৫), মো. আরিফ (২৬) ও শাকিল উদ্দিন টিটু (২০)। গ্রেপ্তারকৃতরা সবাই একই এলাকার। এ ঘটনায় জড়িত আবদুল আজিজ (৩৬) নামে আরও এক যুবক পলাতক রয়েছে বলে জানিয়েছেন থানা–পুলিশ। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, ‘গ্রেপ্তারকৃত তিনজনকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে। জড়িত অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।’ 

মামলার এজাহার ও পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী কর্ণফুলীর একটি পোশাক কারখানায় চাকরি করেন। চাকরির সুবাদে গ্রেপ্তারকৃত একই এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক রাসেলের গাড়িতে করে আসা যাওয়া করতে। এরপর তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত শনিবার চাকরি শেষে রাত ৮টার দিকে বন্দর সেন্টার এলাকা থেকে গাড়িতে রাসেলের আরও তিন সহযোগীসহ কৌশলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সারা রাত পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তরুণীকে ফেলে পালিয়ে যান অভিযুক্তরা।

ওসি মীর্জা মুহাম্মদ হাছান বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত তরুণীকে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছে।’

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

মাতামুহুরী নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী