Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

মাদকের জন্য সন্তান বিক্রি, মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

মাদকের জন্য সন্তান বিক্রি, মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের তৎপরতায় মায়ের কোলে ফিরে এল শিশু আব্দুল্লাহ। মাদকাসক্ত বাবা ইমরান হোসেন নেশার টাকা জোগাড় করতে দেড় বছরের আব্দুল্লাহকে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দিয়েছিলেন। মা বিষয়টি মতলব দক্ষিণ থানায় জানালে পুলিশের ত্বরিত তৎপরতায় শিশুটি দ্রুত উদ্ধার হয়। গতকাল সোমবার রাতে শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ।

জানা যায়, মতলব পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাবুরপাড়া গ্রামের প্রধানীয়া বাড়ির বাসিন্দা ইমরান হোসেন। ৪ জুন স্ত্রীর কাছ থেকে শিশুটিকে নিয়ে বের হয়ে যান। পরে ২০ হাজার টাকায় মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে রুমা আক্তারের কাছে বিক্রি করে দেন। 

সন্তান না পেয়ে মা লামিয়া বেগম মতলব দক্ষিণ থানা-পুলিশকে জানান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার নির্দেশে উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে।

জানা যায়, শিশুটির বাবা মাদকাসক্ত। স্ত্রী-সন্তানের তেমন খোঁজখবর রাখেন না। লামিয়া বেগম ভিক্ষাবৃত্তি করে পেট চালান। নেশার টাকা জোগাড় করতেই নিজের সন্তানকে বিক্রি করে দেন ইমরান হোসেন। ঘটনার পর থেকে তিনি পলাতক।

মতলব দক্ষিণ থানার এসআই রুহুল আমিন বলেন, মাদকসেবী ইমরান হোসেন মাদকের টাকা জোগাড় করতে ছেলে আব্দুল্লাহকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন।

থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ‘লামিয়া বেগম থানায় এসে আমাদের বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে পুলিশ শিশুটিকে খুঁজতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষ্মীপুর থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।’

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন, কম দামে পেয়ে খুশি ক্রেতারা

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি