হোম > অপরাধ > চট্টগ্রাম

কসবায় ঝোপ থেকে ১০৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কারবারি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় ঝোপের ভেতর থেকে উদ্ধারকৃত ১০৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে ভোররাতে উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তঘেঁষা গৌরাঙ্গলা গ্রামে অভিযান চালিয়ে জনৈক জাকির হোসেনের বাড়ির পাশে ঝোপের ভেতর থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—গৌরাঙ্গলা গ্রামের মৃত সামছুল হক ভূঁইয়ার ছেলে জাকির হোসেন (৫০) ও মৃত সুন্দর আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬)। এদের মধ্যে পালিয়ে যায় সামছুল হকের ছেলে ইকবাল হোসেন ভুট্টো (৪০)। তিনজনের বিরুদ্ধেই মাদক আইনে মামলা করেছে পুলিশ। 

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদে মঙ্গলবার ভোররাতে উপজেলার সীমান্তবর্তী গৌরাঙ্গলা গ্রামের মাদক কারবারি জাকির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পাচারের উদ্দেশ্যে বাড়ির পাশে একটি ঝোপের ভেতর লুকিয়ে রাখা বস্তাভর্তি অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’ 

ওসি আরও বলেন, ‘আটককৃত দুজনসহ পলাতক একজনের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর তাদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ