হোম > অপরাধ > চট্টগ্রাম

নোয়াখালীতে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ে ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ২টার দিকে উপজেলার ইসলামিয়া সড়কের বলির দোকান মোড়ে এ ঘটনা ঘটে। 

আহত চালকের নাম বাবুল ইসলাম (৩৫)। তিনি দিনাজপুর জেলার খানসামা উপজেলার বাসুনি গ্রামের আবদুর রহমানের ছেলে। 

বাবুল গত তিন বছর ধরে জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর এলাকায় থাকতেন। একই এলাকার নূর নবী চেয়ারম্যান বাড়ির আনোয়ার হোসেনের গ্যারেজ থেকে ভাড়া অটোরিকশা চালাতেন। 

গ্যারেজের পরিচালক আনোয়ার হোসেন জানান, গতকাল রাত ২টায় মাইজদী বড় মসজিদ মোড় এলাকা থেকে বলির দোকানে যাওয়ার কথা বলে এক যুবক (যাত্রী) বাবুলের রিকশায় ওঠে। বলির দোকান এলাকায় পৌঁছালে ওই যুবক বাবুলকে পেছন থেকে গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে রিকশাটি ছিনিয়ে নেয়। সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকে বাবুল। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আজ মঙ্গলবার দুপুরে তাঁর অস্ত্রোপচার করা হয়। 

আনোয়ার হোসেন বলেন, ‘আমরা তাঁর পরিবারকে খবর দিয়েছি। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। মৌখিকভাবে সুধারাম থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। 

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম পাঠানো হচ্ছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: অস্ত্র হাতে থাকা ২ জন গ্রেপ্তার

জনবল, যন্ত্রপাতি সংকট ব্যাহত চিকিৎসাসেবা

হাতে ওয়াকিটকি নিয়ে চাঁদাবাজি, ২ ভুয়া ডিবি-এনএসআই সদস্য আটক

তানজিমের মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে ফুসফুস ক্ষতবিক্ষত করা হয়: চার্জশিট

হত্যাচেষ্টার মামলায় চট্টগ্রামের আ.লীগ নেতা টিপু কারাগারে

পণ্যবাহী ৪ জাহাজের ৩টি ছেড়ে দিল আরাকান আর্মি

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, থানায় মামলা

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে নতুন দুই জোড়া ট্রেন

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মেঘনা নদীতে মাটি বহনকারী দুই বাল্কহেডসহ আটক ৯

সেকশন