Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধর্ষণ মামলার ৪ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

ধর্ষণ মামলার ৪ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার চার আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তাক আহমদ এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অভিযুক্ত আসামিরা হলেন উপজেলার ইলশা গ্রামের কাজী শহীদুল ইসলাম (২৫), মো. জোবাইর (২৩), মো. আজম (২৫) ও মো. তৌহিদ (৩০)।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১১ জুলাই উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে ভুক্তভোগী কিশোরী মামলা করার জন্য থানায় গেলে মামলা নিতে গড়িমসি করে পুলিশ। এ ছাড়া ধর্ষকেরা বাদীকে মেরে ফেলার হুমকি দেয়।

মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে রয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের মানবাধিকার বিষয়ক সম্পাদক ও জেলা ও দায়রা জজ আদালত চট্টগ্রামের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নাছির উদ্দিন।

নাছির উদ্দিন বলেন, ‘স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ এবং মামলা করলে ধর্ষকেরা বাদীকে মেরে ফেলার হুমকি দেওয়ার বিষয়টি পত্রিকায় সংবাদ দেখে আমি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, চট্টগ্রামে ছয়জনকে আসামি করে মামলা করি। আদালত অভিযোগ তদন্ত করে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই) চট্টগ্রামকে আদেশ দেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) চারজন ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিজ্ঞ আদালত।’

চট্টগ্রামে জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তাঁর স্ত্রীসহ ৭ জনের নামে মামলা

লক্ষ্মীপুরে দুই গ্রুপের গোলাগুলি, শিশু গুলিবিদ্ধ

কুমিল্লায় বিদ্যুতের খুঁটির সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩

দেশে কেউ আ.লীগকে পুনর্বাসন করতে পারবে না: হান্নান মাসউদ

ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে প্রাণ হারালেন সৎভাই-বোনের হাতে

ফেনীতে জুলাই শহীদের কবর জিয়ারত করলেন এনসিপি নেতারা

ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল

ঈদের দিন নতুন শাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূর হাসপাতালে মৃত্যু

পাচারের গরু গন্তব্যে পৌঁছে দেওয়া নিয়ে দুই গ্রুপে গোলাগুলি, নিহত ১

লক্ষ্মীপুরে শ্রমিক দলের নেতা হত্যা: ৩৯ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৪