হোম > অপরাধ > চট্টগ্রাম

কলেজছাত্রীর ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ভিডিও ধারণ করার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জাহাজমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তানভীর আহম্মেদ শুভ, একই এলাকার জুলফিকার ইসলাম নাঈম ও সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আরিফুল ইসলাম সৈকত।

মামলা সূত্রে জানা গেছে, কলেজ ছাত্রীর (১৮) সঙ্গে একই কলেজে তানভির আহমেদ শুভর (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিভিন্ন সময় কৌশলে ওই ছাত্রীর মোবাইল দিয়ে মোবাইলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। যা পরবর্তীতে তানভীর নিজের মোবাইলে নিয়ে নেন। এর কয়েক দিন পর থেকে ছাত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন শুভ। কিছুদিন আগে শুভ তাঁর বন্ধু সৈকত ও নাঈমকে ওই ছাত্রীর ভিডিওগুলো দেন। 

এদিকে বিষয়টি জানার পর শুভর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সে ভিডিওগুলো কেটে দেবে বলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি ভুক্তভোগী ছাত্রীর পক্ষ থেকে থানায় জানানো হলে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। আসামি শুভর কাছ থেকে তার দুটি মোবাইল জব্দ করা হয়। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২