Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

হালদা ভ্যালিতে অভিযান, পানি টেনে নেওয়া পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও ফটিকছড়ি প্রতিনিধি

হালদা ভ্যালিতে অভিযান, পানি টেনে নেওয়া পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারোমাসিয়া খালের গতি পরিবর্তন করে হালদা নদীর পানি উত্তোলনের অভিযোগে হালদা ভ্যালি চা-বাগানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারোমাসিয়া খালের গতি পরিবর্তন করে হালদা নদীর পানি উত্তোলনের অভিযোগে হালদা ভ্যালি চা-বাগানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুরে স্থানীয় বারোমাসিয়া খালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী। অভিযান চলাকালে পানি উত্তোলনে ব্যবহৃত হওয়া পাম্পের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

ইউএনও বলেন, বারোমাসিয়া সেচ প্রকল্প থেকে পানির দিক পরিবর্তন করে পাম্প দিয়ে মিনিটে প্রায় ১,২০০ লিটার পানি উত্তোলন করছে হালদা ভ্যালি। এর মধ্য দিয়ে প্রায় ৫০০ একর বোরো ফসলের ক্ষতি করছে হালদা ভ্যালি চা-বাগান। অভিযোগ পেয়ে হালদা ভ্যালি চা-বাগানের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি পয়েন্টে খালের উজানে পানির ডাইভারশন বন্ধ করা হয় এবং পানির পাম্পের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জানা যায়, প্রান্তিক কৃষকদের চাষাবাদের সুবিধার্থে ১৯৮০ সালে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইদিলপুর এলাকায় একটি মাঝারি ধরনের স্লুইসগেট স্থাপন করে সরকার। প্রতিবছর শুষ্ক মৌসুমে এটি ব্যবহার করে শত শত কৃষক বোরো ধান আবাদ করেন। কিন্তু প্রতিবছরই চা-বাগান কর্তৃপক্ষের গোঁয়ার্তুমির কারণে পানির অভাবে চাহিদামতো চাষাবাদ করতে পারেন না তাঁরা। এবার কৃষকেরা বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনে অভিযোগ করলে ইউএনও অভিযান পরিচালনা করেন।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. সোহাগ তালুকদার বলেন, ‘ভবিষ্যতে একতরফা পানি উত্তোলন করা হলে হালদা ভ্যালি চা-বাগানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।’

কক্সবাজারে বাঁকখালী নদীর দখল-দূষণ দেখে হতবাক দুই উপদেষ্টা

৮ দিন পর চবির ৫ শিক্ষার্থীকে ছেড়ে দিল অপহরণকারীরা

এসএসসি পরীক্ষাকেন্দ্রের পাশে কোচিং সেন্টার পরিচালনা, স্কুলের ৩ শিক্ষক চাকরিচ্যুত

বান্দরবানে বন্য হাতির আক্রমণ, পদপিষ্টে নারী শ্রমিক নিহত

খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫০ বস্তা চাল আত্মসাৎ, বিএনপি নেতার কারাদণ্ড

কক্সবাজার-মহেশখালীতে সি-ট্রাক চালু

চাটখিলে বিষপানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

কক্সবাজারে বাঁকখালীর তীর দখলের মচ্ছব

আবারও নাফ নদী থেকে ২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৫ বছর ধরে ঝুলছে ভবন নির্মাণ, ভুগছে শিক্ষার্থীরা