তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাসে এক যুবকের হাত-পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার উপজেলার সদর কাড়িকান্দি ইউনিয়নের দুখিয়ারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. মামুন মিয়া (২৪)।
অন্যদিকে একই উপজেলার জিয়ারকান্দি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে সুজনকে (২২) ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। একই ব্যক্তিরা এই ছুরিকাঘাতের ঘটনা ঘটিয়েছে বলে জানান স্থানীয়রা।
আহত মামুনের মা নিলুফা বেগম বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা আমার ছেলের হাত-পায়ের রগ কেটে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই।’
দুখিয়ারকান্দি গ্রামের বাসিন্দা জোসনা বেগম নামে এক ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, ‘তিনটি মোটরসাইকেলে করে ৭ / ৮ জন লোক এসে ইসমাইলের বাড়িতে মামুনকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে আবার মোটরসাইকেলে চলে যায়।’
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ‘আমি খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠিয়েছি এবং দুষ্কৃতকারীদের আটক করতে একাধিক টিম কাজ করছে।’