Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

রাঙামাটিতে যুবককে খুনের ঘটনা দেখে ফেলায় দারোয়ানকে ছুরিকাঘাত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে যুবককে খুনের ঘটনা দেখে ফেলায় দারোয়ানকে ছুরিকাঘাত

রাঙামাটিতে এজাজুল হক রাব্বী (২৮) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হন। এ সময় ঘটনা দেখে ফেলায় এক দারোয়ানকেও ছুরিকাঘাত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে আজ শনিবার ভোরে রাঙামাটি শহরের বনরূপাস্থ কবরস্থান এলাকা থেকে রাব্বীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাব্বী বনরূপার বিএম মার্কেটের ব্যবসায়ী মোজাম্মেল হকের ছোট ছেলে। রাব্বী শহরের বনরূপার কাটা পাহাড় এলাকার বাসিন্দা ছিলেন। 

রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মার্কেটের দারোয়ান আমীর আলী জানিয়েছেন, ‘ভোররাতে রাব্বী ও তাঁর বন্ধুর মধ্যে ঝগড়া হয়। কিছুক্ষণ পর একজন চলে গিয়ে আবারও ফিরে আসেন। তখন কোমর থেকে ছুরি বের করে রাব্বীর বুকের বাঁ পাশে আঘাত করেন তিনি। রাব্বী কিছু দূর এগিয়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আমি এগিয়ে গেলে ওই যুবক আমাকেও পেছন দিক দিয়ে ছুরিকাঘাত করেন। এ সময় আমি চিৎকার শুরু করলে যুবক পালিয়ে যান। পরে চিৎকার শুনে আমার চাচা আবছার উদ্দিন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’ 

রাব্বীর পিতা মোজাম্মেল হক জানিয়েছেন, নিহতের বন্ধুরাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তিনি জানান, রাত ১১টার সময় রাব্বীর সঙ্গে তাঁর পরিবারের সর্বশেষ কথা হয়। এরপর সকালে তাঁর মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত হন।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল হক জানান, নিহতের বুকের বাঁ পাশে একটি বড় আঘাত ও একটি ছোট আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরির আঘাতে প্রচণ্ড রক্তক্ষরণে ওই যুবক মারা গেছেন। নিহতের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত আমির আলী রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

সৈকতের বুকে বাড়িপুকুর, চুপ প্রশাসন

পানছড়িতে দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে গৃহবধূ নিহত

কুবি রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি, পাবেন না সুযোগ-সুবিধা

২৫০ টাকার জন্য মারামারি, প্রাণ গেল দলিল লেখকের

৯৪৬ শিক্ষার্থীর ৬০০ ফেল, পাস করানোর দাবিতে মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ডে পোষা কুকুর দিয়ে হরিণ শিকার, পরে বনে অবমুক্ত

কুমিল্লার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে দিল তার পরিবার

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক