জুরাছড়ি (রাঙামাটি): জুরাছড়িতে লুলাংছড়ি মৌজার স্থানীয় কারবারি পাথর মুনি চাকমাকে (৫০) তাঁর বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।
জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে একদল লোক পাথর মুনি চাকমার বাড়ির সামনে এসে তাঁকে ডাক দেয়। তাঁর ছেলে দরজা খোলা মাত্র দুর্বৃত্তরা পাথর চাকমাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাথর মুনি চাকমার ছেলে বলেন, ‘আমি দরজা খোলা মাত্র বাবার ওপরে গুলি চালায় দুর্বৃত্তরা। আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা চলে যায়।’
জুরাছড়ি থানার ওসি মো. শফিউল আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনই সেটি বলা যাচ্ছে না।