Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

বিএসআরএম কর্মকর্তাকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ২ 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

বিএসআরএম কর্মকর্তাকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ২ 

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ ইয়াছিনকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে মীরসরাই থানা-পুলিশ। তারা মোটরসাইকেল ছিনতাইয়ের বড় একটি চক্রের সঙ্গে জড়িত। এ ঘটনায় আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন-মিরসরাই পৌরসভা এলাকার রবিউল ইসলাম রনি ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব দেওয়ান নগর এলাকার হেলাল হোসেন। এদের মধ্যে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য আজ বৃহস্পতিবার রনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঘটনার সঙ্গে জড়িত থাকার বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে অপর আসামি হেলাল। 

মিরসরাই থানায় দায়েরকৃত মামলা ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, গত ২৭ আগস্ট ভোর ৬টার দিকে অফিসে যাওয়ার পথে চলন্ত মোটরসাইকেলে থাকা বিএসআরএম কর্মকর্তা মো. ইয়াছিনকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই করা হয়। এর পরদিন ২৮ আগস্ট ইয়াছিন বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা (যার নম্বর ১৪) দায়ের করেন। এরপর ওই মাসের ২৯ আগস্ট পুলিশ রনিকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী পৌর সদরের একটি গ্যারেজ থেকে বাইক এবং পরে হেলালকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার সেকেন্ড অফিসার (এসআই) রাজীব পোদ্দার জানান, গ্রেপ্তার হওয়া রনি ও হেলাল মোটরসাইকেল ছিনতাইয়ের বড় একটি চক্রের সঙ্গে যুক্ত। হেলাল বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্য আসামি রনিকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক