কক্সবাজারের টেকনাফে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা বিক্রির সময় ৪ যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-হ্নীলা ইউনিয়নের ফুলের ডইল এলাকার মৃত মো. ইসলামের ছেলে সৈয়দ আকবর (৪৩), পশ্চিম সিকদার পাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে জাফর আলম (৪৩), মৃত কাদের হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২২) ও জাফর আলমের ছেলে মো. পারভেজ (১৯)।
র্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক আইনে মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে।