Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিল প্রশাসন

প্রতিনিধি, দাউদকান্দি (কুমিল্লা) 

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিল প্রশাসন

কুমিল্লার দাউদকান্দিতে বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসা প্রদান, লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে গৌরীপুর খিদমা ডিজিটাল হাসপাতালের কার্যক্রম বন্ধ করে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান হাসপাতালটি বন্ধ করে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শহীদুল ইসলাম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সৈয়দ ফারুক আহমেদসহ প্রমুখ।

পুলিশসূত্রে ও সরেজমিন গিয়ে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের জামাল হোসেনের ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তাসলিমা আক্তারকে সিজার করা হয়। খিদমা হাসপাতালের মালিক দেওয়ান সাইফুল ইসলাম ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাম করেন বলে জানিয়েছেন রোগী এবং তাঁর স্বজনেরা। পরে সিজারের মাধ্যমে একটি কন্যাসন্তান প্রসব করেন তাঁর স্ত্রী তাসলিমা আক্তার। শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে শিশুটিকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার চিকিৎসকগণ শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান জানান, এই খিদমা ডিজিটাল হাসপাতালের লাইসেন্স না থাকা, মানহীন অপারেশন থিয়েটার, অপ্রশিক্ষিত ডাক্তার এবং নার্সসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মঙ্গলবার হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। 
 
কামরুল ইসলাম খান আরও বলেন, স্বাস্থ্য সেবা খাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা খাত। এখানে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। পর্যায়ক্রমে উপজেলার সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর কার্যক্রম বিশেষভাবে তদারকি করা হবে।   

লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকেই অপবাদ, হুমকির পর আত্মহত্যা

এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ-জিপ

প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূর হবে: উপদেষ্টা

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

হাসপাতাল থেকে অন্যের বাচ্চা নিয়ে উধাও নারী

কাজের সন্ধানে এসে অপহরণ চক্রের আস্তানায় যুবক, উদ্ধার করল যৌথ বাহিনী

চট্টগ্রামে টেম্পোচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে মানুষ

নোয়াখালীতে ৯টি চোরাই মোবাইলসহ কক্সবাজারের তিন যুবক আটক

পাঁচ মাসের ব্যবধানে লারমা স্কয়ারে ফের আগুন