হোম > অপরাধ > চট্টগ্রাম

নোয়াখালী জেনারেল হাসপাতালে ২ আনসার সদস্যকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেনারেল হাসপাতালে (২৫০ শয্যা বিশিষ্ট) প্রবেশ করে মো. মনসুর (২৮) ও মিল্লাত হোসেন (৪২) নামের দুই আনসার সদস্যকে কুপিয়ে জখম করে কয়েকজন দুর্বৃত্ত। এদের মধ্যে মিল্লাতের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার প্রতিবাদে হাসপাতাল প্রাঙ্গণে কর্মবিরতি পালন করে চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা। আজ মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটের দিকে হাসপাতালের প্রধান গেটে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সিদ্দিক উল্যার ছেলে মিল্লাত হোসেন ও ফরিদপুর জেলার দানোয়া গ্রামের রুস্তম বেপারীর ছেলে মো. মনসুর। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, জেনারেল হাসপাতালের প্রধান গেটসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে কয়েকজন আনসার সদস্য। বেলা সোয়া ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত হাসপাতালের গেট দিয়ে সিএনজি-অটোরিকশা ভেতরে ঢোকানোর চেষ্টা করলে কর্মরত দুই আনসার বাঁধা দেয়। এর কিছুক্ষণ পর একদল দুর্বৃত্ত আনসারদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের দু’জনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আহত আনসার সদস্যদের দ্রুত উদ্ধার করে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তাঁদের দুজনের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে মিল্লাতের অবস্থা আশঙ্কাজনক, পরিস্থিতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা স্থানান্তর করা হবে। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ