Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বেচ্ছাসেবক দল নেতার চোখে টর্চের আলো, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

স্বেচ্ছাসেবক দল নেতার চোখে টর্চের আলো, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
সাদ্দাম হোসেন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার লাকসামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরানের চোখে টর্চের আলো পড়ায় সাদ্দাম হোসেন নামের এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা। এ ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের নেতা ও তাঁর সহযোগীরা পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত কনস্টেবল সাদ্দাম হোসেন ফেনী জেলার দাগনভূঞা থানায় কর্মরত রয়েছেন। তিনি ঈদের ছুটিতে মনপাল গ্রামে পরিবার নিয়ে আসেন। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান হোসেন ওই ইউনিয়নের বেশ কয়েক জায়গায় ফেস্টুন টাঙানো। তাঁর টাঙানো ফেস্টুনগুলো অজ্ঞাতনামা ব্যক্তিরা নষ্ট করে ফেলেন। এতে এমরান হোসেন ক্ষিপ্ত হয়ে পড়েন।

গতকাল এমরান হোসেন দলবল নিয়ে তাঁর টাঙানো ফেস্টুনগুলো পরিদর্শন করতে আসেন। এ সময় টর্চ লাইট হাতে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন বাড়ি ফিরছিলেন। তিনি দূর থেকে লাইটের আলো দিলে স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান হোসেনের চোখে পড়ে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে সাদ্দাম হোসেনের ওপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে ঘটনাস্থলে লাকসাম থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছালে এমরান হোসেন তাঁর দলবল নিয়ে পালিয়ে যান।

আহত পুলিশ সদস্য সাদ্দাম হোসেন বলেন, ‘গতকাল রাতে পরিবার নিয়ে বাড়ি ফেরার পথে টর্চের আলো দিলে অনিচ্ছাকৃতভাবে এমরান হোসেনের চোখে পড়ে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে আমার ওপর হামলা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন।’

ঘটনার পর থেকে পালিয়ে যান এমরান হোসেন। বন্ধ রয়েছে তাঁর মোবাইল ফোন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রহমান বেলাল বলেন, ‘এমরান হোসেনের বিরুদ্ধে এর আগেও দলের শৃঙ্খলাভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে।

গতকাল রাতে চোখে টর্চের আলো পড়াকে কেন্দ্র করে ছুটিতে আসা সাদ্দাম হোসেন নামের এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছে। এসব বিষয় আমরা জেলা ও কেন্দ্রীয় নেতাদের অবহিত করেছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছি।’

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, ‘পুলিশ সদস্য সাদ্দাম হোসেন দাগনভূঞা থানায় কর্মরত রয়েছেন। ঈদের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। গতকাল রাতে সাদ্দামের টর্চ লাইটের আলো স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান হোসেনের চোখে পড়ায় উত্তেজিত হয়ে তিনি ও তাঁর লোকজন সাদ্দাম হোসেনকে কুপিয়ে আহত করেন।

খবর পেয়ে আমরা ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসাসেবা দিই। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কক্সবাজারে বাঁকখালী নদীর দখল-দূষণ দেখে হতবাক দুই উপদেষ্টা

৮ দিন পর চবির ৫ শিক্ষার্থীকে ছেড়ে দিল অপহরণকারীরা

এসএসসি পরীক্ষাকেন্দ্রের পাশে কোচিং সেন্টার পরিচালনা, স্কুলের ৩ শিক্ষক চাকরিচ্যুত

বান্দরবানে বন্য হাতির আক্রমণ, পদপিষ্টে নারী শ্রমিক নিহত

খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫০ বস্তা চাল আত্মসাৎ, বিএনপি নেতার কারাদণ্ড

কক্সবাজার-মহেশখালীতে সি-ট্রাক চালু

চাটখিলে বিষপানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

কক্সবাজারে বাঁকখালীর তীর দখলের মচ্ছব

আবারও নাফ নদী থেকে ২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৫ বছর ধরে ঝুলছে ভবন নির্মাণ, ভুগছে শিক্ষার্থীরা