Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁর পরিবারকে পেটালেন ইউপি সদস্য 

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁর পরিবারকে পেটালেন ইউপি সদস্য 

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিসহ তাঁর পরিবারের তিন সদস্যকে পিটিয়ে জখম করেছেন স্থানীয় ইউপি সদস্য। কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ রোববার এ ঘটনায় ভুক্তভোগী শারীরিক প্রতিবন্ধী আব্দুল করিম (৫৫) বাদী হয়ে, ইউপি সদস্য গোলাম রহমানের বিরুদ্ধে পেকুয়া থানায় লিখিত অভিযোগ করেন। 

এই ঘটনায় আব্দুল করিমসহ আহতরা হলেন, তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ও মেয়ে হালিমা বেগম (২০)। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত আব্দুল করিম বলেন, ‘আমার দখলী একখণ্ড খাস জমি জবরদখল করার চেষ্টা করে আসছে আমার ভাই আব্দুল কাদের ও রুহুল আমিন। শুক্রবার সকালে স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান তাদের পক্ষ হয়ে আমার ওপর চড়াও হয়। এ সময় আমার পরিবারের অপর সদস্যরা এগিয়ে এলে ইউপি সদস্য গোলাম রহমানসহ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। ইউপি সদস্য গোলাম রহমান আমাকে বেধড়ক পিটিয়ে জখম করে। তার লাঠির আঘাতে আমার মাথা ফেটে যায়। তার সঙ্গে থাকা লোকজনের হামলায় আমার স্ত্রী মনোয়ারা বেগমের পায়ে ও মেয়ে হালিমা বেগমের হাতে-পায়ে জখম হয়েছে। 

মারধরের অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য গোলাম রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জমি নিয়ে ভাইদের ঝামেলা মেটাতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আমি কাউকে মারধর করিনি।’ 

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার