কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে খোরশেদের বিরুদ্ধে।
আজ বুধবার সকালে উপজেলার সরসপুর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শারমিন আক্তার মনি ওই গ্রামের প্রবাসী মাসুদ আলমের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
স্থানীয়রা জানান, বাড়ির উঠানে কাজ ব্যস্ত ছিলেন শারমিন। এ সময় পারিবারিক বিষয়ে ভাশুর খোরশেদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাশুর দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে আহত করেন। পরে তাঁকে স্থানীয়রা শারমিনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খোরশেদ আলম পেশায় একজন অটোরিকশাচালক। ঘটনার পর থেকে তিরি পলাতক রয়েছেন। তিনি ওই গ্রামের মমতাজ মিয়ার ছেলে। শারমিন আক্তারের তিন সন্তানের মধ্যে ছোট ছেলের বয়স তিন মাস।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।