হোম > অপরাধ > চট্টগ্রাম

সরকারি গুদামে নকল সার খালাসের চেষ্টা, ৫ ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সরকারি গুদামে নকল সার খালাসের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামের পতেংগা টিএসপি সার কারখানা থেকে ট্রাকে করে নিয়ে সেসব সার যশোর বাফার গুদামে খালাস করার কথা ছিল।

অভিযোগ সূত্রে জানা গেছে, পাঁচ ট্রাক সরকারি সার যশোর বাফার গুদামে পাঠানো হয়। পথে সেই টিএসপি পরিবর্তন করে নকল সার বোঝাই করা হয় ট্রাকে। সেই সার যশোর বাফার গুদামে খালাস করার সময় ধরা পড়ে। সবগুলো ট্রাক জব্দ করা হয়েছে। 

জানা যায়, কিছু সারের বস্তা দেখে যশোর বাফার গুদামের ইনচার্জের সন্দেহ হয়। তখন তিনি খালাস বন্ধ করে দেন এবং এই সার গ্রহণ করতে অস্বীকার করেন। যশোর বাফার সার গুদামের ইনচার্জ মো. আখতার হোসেন তাৎক্ষণিক বিষয়টি টিএসপি কর্তৃপক্ষসহ ঊর্ধ্বতনকে লিখিতভাবে জানান। 

চট্টগ্রাম টিএসপি সার কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার (বাণিজ্য) আজকের পত্রিকাকে বলেন, যশোর বাফার সার গুদামে নকল সার খালাসের বিষয়টি শুনেছেন। তবে বিষয়টি এখনো সন্দেহের পর্যায়ে রয়েছে। এটি তদন্ত করা হবে। 

সূত্র জানায়, বিসিআইসির পরিবহন ঠিকাদার মেসার্স সৈয়দ এমকে এন্টারপ্রাইজের মাধ্যমে চট্টগ্রাম পতেংগা টিএসপি সার কারখানা থেকে পাঁচ ট্রাক সরকারি সার পাঠানো হয় যশোর বাফার গুদামে। পাঁচ ট্রাকে প্রায় ৭০ টন টিএসপি সার ছিল। ট্রাকগুলো হলো-ঢাকা মেট্রো-ট-১৫-০১৩৬, ঢাকা মেট্রো-ট-১৮-০৬২১, ঝিনাইদহ-ট-১১-১৩৪৮, ঝিনাইদহ-ট-১১-০৯১৬, ঝিনাইদহ-ট-১১-০৯৮২।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ