Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

শিক্ষার্থীদের ইউপি চেয়ারম্যানের বেত্রাঘাতের ঘটনার তদন্ত চেয়েছেন আদালত

খাগড়াছড়ি প্রতিনিধি

শিক্ষার্থীদের ইউপি চেয়ারম্যানের বেত্রাঘাতের ঘটনার তদন্ত চেয়েছেন আদালত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের পেটানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোমতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে তদন্ত চেয়েছেন আদালত।

আজ বুধবার মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এই তথ্য নিশ্চিত করেন। এর আগে ২২ মার্চ (বুধবার) এ বিষয়ে তদন্ত চান আদালত। 

গত ১৩ মার্চ জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি বিরেন্দ্র কিশোর (বিকে) উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষে ঢুকে অন্তত ১৫ শিক্ষার্থীকে বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়েছেন গোমতি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান।

জানা যায়, এই ঘটনায় নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি নজরে আসে খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেঁজুতি জান্নাতের। এরই প্রেক্ষিতে গত ২২ মার্চ স্বপ্রণোদিত হয়ে নিজেই বাদী হয়ে রেকর্ড সংশোধন (মিস কেস) মামলা করেন তিনি। এতে শিশু আইন ২০১৩ এর ৭০ ধারার অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে মর্মে সন্দেহের কারণে তদন্ত হওয়া আবশ্যক বলে আদালত আদেশে উল্লেখ করেছেন। মাটিরাঙ্গা থানার ওসিকে বিষয়টি তদন্ত করে আগামী ১০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে

মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া বলেন, ‘আদালতের আদেশে তদন্তকাজ চলছে। বিদ্যালয় পরিদর্শনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি। নির্ধারিত সময়ের আগেই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।’

হালদা ভ্যালিতে অভিযান, পানি টেনে নেওয়া পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঈদে বাড়িতে আসা চৌদ্দগ্রামের সেই মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই: পার্বত্য উপদেষ্টা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি

স্বেচ্ছাসেবক দল নেতার চোখে টর্চের আলো, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল যুবকের

সংকটাপন্ন শিশু আরাধ্যকে নেওয়া হলো ঢাকায়

পরিবারের সবার মতো আহত প্রেমাও চলে গেলেন না ফেরার দেশে

হোমনায় খেতে পড়ে ছিল ডাকাতি মামলার আসামির ক্ষতবিক্ষত লাশ