হোম > অপরাধ > চট্টগ্রাম

শিক্ষার্থীদের ইউপি চেয়ারম্যানের বেত্রাঘাতের ঘটনার তদন্ত চেয়েছেন আদালত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের পেটানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোমতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে তদন্ত চেয়েছেন আদালত।

আজ বুধবার মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এই তথ্য নিশ্চিত করেন। এর আগে ২২ মার্চ (বুধবার) এ বিষয়ে তদন্ত চান আদালত। 

গত ১৩ মার্চ জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি বিরেন্দ্র কিশোর (বিকে) উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষে ঢুকে অন্তত ১৫ শিক্ষার্থীকে বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়েছেন গোমতি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান।

জানা যায়, এই ঘটনায় নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি নজরে আসে খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেঁজুতি জান্নাতের। এরই প্রেক্ষিতে গত ২২ মার্চ স্বপ্রণোদিত হয়ে নিজেই বাদী হয়ে রেকর্ড সংশোধন (মিস কেস) মামলা করেন তিনি। এতে শিশু আইন ২০১৩ এর ৭০ ধারার অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে মর্মে সন্দেহের কারণে তদন্ত হওয়া আবশ্যক বলে আদালত আদেশে উল্লেখ করেছেন। মাটিরাঙ্গা থানার ওসিকে বিষয়টি তদন্ত করে আগামী ১০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে

মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া বলেন, ‘আদালতের আদেশে তদন্তকাজ চলছে। বিদ্যালয় পরিদর্শনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি। নির্ধারিত সময়ের আগেই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন