Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

চবিতে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই আনসার সদস্য বরখাস্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চবিতে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই আনসার সদস্য বরখাস্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটে দায়িত্বরত ছিলেন। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে তাঁদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ছাত্রীরা তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত দুই আনসার সদস্য হলেন মো. আশিকুর রহমান ও মো. আনিসুর রহমান।

ছাত্রীদের অভিযোগ, অভিযুক্ত দুই আনসার সদস্য অপ্রস্তুত অবস্থায় মেয়েদের ছবি তোলেন, ইচ্ছাকৃতভাবে মেয়েদের ওয়াশরুমে বসে থাকেন, ফরেস্ট্রির রাস্তায় মেয়েদের দিকে বাজেভাবে তাকান, মেয়েদের দেখলে শিস দেন, গলা ছেড়ে গান গেয়ে ওঠেন এবং ডিউটি বাদ দিয়ে একাডেমিক ভবনে ঘোরাফেরা করেন। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ বলেন, ‘ছাত্রীরা অভিযোগ দিয়েছে। কিছুদিন আগের একটা অনুষ্ঠানে ছাত্রীদের অনুমতি ছাড়া তাঁরা ছবি তুলেছেন। এ ছাড়া তাঁদের একজনকে সন্দেহভাজন হিসেবে লেডিস ওয়াশরুমের আশপাশে দেখেছে। এটা নিয়ে আজ ছাত্ররা দুই আনসার সদস্যকে আটকে রেখে আমাদের খবর দেয়। ছাত্রীদের অভিযোগ আমলে নিয়ে দুই আনসার সদস্যকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাহার করে জেলা কমান্ড্যান্ট বরাবর পাঠানো হয়েছে।’

বাংলাদেশ আনসার ও ভিডিপির চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই আনসার সদস্যের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ পাওয়া গেছে। তাঁদের চবি থেকে প্রত্যাহারপূর্বক সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ