হোম > অপরাধ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে প্রবাসীকে হত্যা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে আবুল হাশেম (৪৮) নামের এক প্রবাসী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় মো. শাহিন (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের হাজারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবুল হাশেম ওই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং ওমান প্রবাসী। আটক শাহীন একই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিন গত কয়েক দিন আগে ওই গ্রামে উত্তরবঙ্গের এক শ্রমিককে মারধর করেন। এ ঘটনায় একই গ্রামের সাইদুল নামে এক যুবক প্রতিবাদ করেন। এরই জেরে আজ সকালে শাহিন ধারালো ছুরি নিয়ে সাইদুলকে ধাওয়া করে। আত্মরক্ষার্থে সাইদুল বিষয়টি ওই গ্রামের আবুল হাশেমকে জানান।

আবুল হাশেম বিষয়টি জানার জন্য শাহিনের কাছে গেলে শাহিন এলোপাতাড়িভাবে আবুল হাশেমকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ সময় উত্তেজিত জনতা শাহিনকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাহিনকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহত আবুল হাশেমের মা জাহানারা বেগম বলেন, ‘ফজর নামাজ পড়ে আমার ছেলে বাড়ির পাশে একটি চায়ের দোকানে নাশতা করছিল। এ সময় শাহিন সাইদুল নামে অপর যুবককে ছুরি নিয়ে ধাওয়া করে। বিষয়টি আমার ছেলে জানতে পেরে শাহিনকে শান্ত করার জন্য পাশের একটি জমিতে গেলে শাহিন সেখানে আমার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করে। আমি এর দৃষ্টান্ত শাস্তি দাবি করছি।’

ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমির হোসেন বলেন, ‘শাহিন দীর্ঘদিন ধরে উচ্ছৃঙ্খল আচরণ করে আসছে। সে নানা সময় বিনা কারণে উত্তরবঙ্গের শ্রমিকদের মারধর করত। দুই দিন আগেও শাহিন উত্তরবঙ্গের এক শ্রমিককে ব্যাপক মারধর করে। সাইদুল নামে এক যুবক এ নিয়ে প্রতিবাদ করলে শাহিন ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে সাইদুল হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে ধাওয়া করে। আবুল হাশেম শাহিনকে শান্ত করার চেষ্টা করলে সে ছুরিকাঘাতে হত্যা করে।’

পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, ‘অভিযুক্ত শাহিনকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে আটক শেষে আমাদের হাতে সোপর্দ করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

সেকশন