হোম > অপরাধ > চট্টগ্রাম

স্ত্রী-সন্তানসহ সাবেক প্রবাসী মন্ত্রী বিরুদ্ধে প্রতারণার মামলার শুনানি পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রবাসী মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিসহ তাঁর পরিবারের আট সদস্যের বিরুদ্ধে ১২ কোটি টাকার চেক প্রতারণার মামলার শুনানি পিছিয়েছে। আজ বুধবার (৯ নভেম্বর) চট্টগ্রাম ষষ্ঠ মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে মামলাটির শুনানি ধার্য তারিখ ছিল। আদালতের বেঞ্চ সহকারী হারুনুর রশিদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘বিচারক ছুটিতে থাকায় বুধবার এই আদালতে কোনো মামলার শুনানি হয়নি।’

এর আগে গত মাসে নির্ধারিত তারিখে আদালতে হাজির থাকার জন্য নুরুল ইসলাম বিএসসিসহ তাঁর পরিবারের আট সদস্যদের বিরুদ্ধে সমন জারি করা হয়।

হারুনুর রশিদ বলেন, বুধবার আদালতে আসামিদের কেউ উপস্থিত ছিলেন না। তাঁরা এখনো আদালতে আত্মসমর্পণ করেননি। মামলাটির পরবর্তী শুনানির তারিখ পরে জানানো হবে।

গত ২২ মার্চ চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ‘ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড’ আগ্রাবাদ শাখার কর্মকর্তা মোহাম্মদ রফিক বাদী হয়ে ১২ কোটি ২৫ লাখ ৮৬ হাজার ২১৯ টাকার চেক প্রতারণার একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, তাঁর পারিবারিক প্রতিষ্ঠান সানোয়ারা ড্রিংকস এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নুরুল ইসলামের স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সানোয়ারা বেগম, তাঁর ছয় সন্তান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, পরিচালক সাইফুল ইসলাম, পরিচালক জাহেদুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, পরিচালক ওয়াহিদুল ইসলাম ও পরিচালক সাকিলা বেগমকে।

মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ওই আর্থিক প্রতিষ্ঠানটি থেকে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ না করায় খেলাপি হন। চলতি বছর ৪ জানুয়ারি ঋণের দায় পরিশোধের জন্য আসামিদের পক্ষ থেকে বাদীকে ১২ কোটি ২৫ লাখ ৮৬ লাখ ২১৯ টাকার একটি চেক প্রদান করেন। পরে চেক দিয়ে ব্যাংকে টাকা তুলতে গেলে চেকটি প্রত্যাখ্যান করা হয়। পরবর্তীতে বাদী টাকা পরিশোধের দাবি জানিয়ে ডাকযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালে তা ফেরত আসে। পরে আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে এনআই অ্যাক্টে মামলা দায়ের করেন বাদী। 

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত