হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের টেরিবাজারে কাপড়ের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর টেরিবাজারে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টায় আগুনের সূত্রপাত হয়। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গুদামের ভেতর থেকে ধোঁয়া উঠছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। টেরিবাজার ও আশপাশের এলাকায় ছোট-বড় অন্তত তিন হাজার দোকান রয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবদুল মান্নান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা খুব দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপরও আগুনে কোটি টাকার মতো ক্ষতি হতে পারে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন; যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়।

লঞ্চে নবজাতকের জন্ম, আজীবন ফ্রি যাতায়াত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ দফা মাইন বিস্ফোরণ, মরল কুকুর ও বন্য শূকর

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা রাফি, কনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু

গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত কারাগারে

সোনাদিয়ার সাড়ে ৯ হাজার একর জমি বন বিভাগে হস্তান্তরের উদ্যোগ

শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি: স্বামীর যাবজ্জীবন, স্ত্রীর ১৪ বছর সাজা

ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

রাঙামাটিতে কৃষিকাজের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

নোয়াখালীতে চাঁদা না পেয়ে দোকান-ফার্মে হামলা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

সাবেক মন্ত্রী তাজুলের পরিত্যক্ত বাড়িতে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ৫