চট্টগ্রামের মিরসরাইয়ে তর্কবিতর্কের জেরে ইব্রাহিম রাজু নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রাজু জোরারগঞ্জ ইউনিয়নের দরবার টিলা এলাকার মো. মহিউদ্দিনের ছেলে। তিনি জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
শুক্রবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টার সময় দরবারে টিলা এলাকায় হামলার ঘটনা ঘটে। আহত ইব্রাহিম রাজুকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর মারা যান। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
হত্যাকাণ্ডের কারণ বের করতে তদন্ত চলছে জানিয়ে ওসি বলেন, ‘আমরা শুনেছি রাজুর ফুফাতো ভাই আরাফাত তাঁকে ফোন করে নিয়ে যায়। আরাফাতের বাবার সঙ্গে গরু বিক্রিসংক্রান্ত বিষয়ে তৃতীয় পক্ষের লোকজনের তর্কবিতর্ক হয়। তখন টাকার লেনদেনসংক্রান্ত বিষয় নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে রাজুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’