বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে নুরুল আজিজ সিকদার (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গণ্ডামারা বাজার গাউছিয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম (৬০) বজলুল হক। তিনি উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবুল বাশারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে গাউছিয়া হোটেলে নুরুল আজিজ দোকানিকে চা দিতে বলেন। আগে থেকেই বজলুল হক ওই দোকানে ছিলেন। এ সময় নুরুল আজিজের চা চাওয়াকে নিয়ে মন্তব্য করেন বজলুল হক। তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয় তাঁদের মধ্যে। একপর্যায়ে নুরুল আজিজ হোটেল থেকে একটি চুরি নিয়ে বজলুল হকের পেটে ঢুকিয়ে দেন। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বজলুল। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
গণ্ডামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িত নুরুল আজিজকে আটক করা হয়েছে। বজলুল হকের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।