
চন্দনাইশের উত্তর বাগিচারহাট এলাকা থেকে ১০ হাজার ইয়াবা ও একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ সময় জাকারিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ওসি মো. নাসির উদ্দীন সরকার।
গ্রেপ্তারকৃত জাকারিয়া কক্সবাজার জেলার ভোমারিয়া ঘোনা ধইল্যার জিরি এলাকার জাফর আলমের ছেলে।
জানা যায়, গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর বাগিচারহাট সংলগ্ন নাজের কোম্পানি কার ওয়াশিং এর সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্রো-১৫-০৪৬৩) ও বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
চন্দনাইশ থানার ওসি মো. নাসির উদ্দীন সরকার বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।