হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফ সীমান্ত থেকে ২ লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাড়া খেয়ে মাদক কারবারিরা দুটি বস্তা ফেলে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বস্তাভর্তি ২ লাখ ইয়াবা বড়ি জব্দ করে বিজিবি। 

গতকাল শুক্রবার রাতে এসব উদ্ধারের বিষয়ে জানিয়েছেন টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। 

বিজিবি কর্মকর্তা শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, শুক্রবার রাতে হ্নীলা বিওপির টহল দল কাস্টমস ঘাট এলাকার শ্মশানঘাটে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় তিন-চার জনকে কাঠের নৌকা থেকে বস্তা নামাতে দেখে তাদের দাঁড়ানোর জন্য সংকেত দেয়। তারা বিজিবির সংকেত উপেক্ষা করে নৌকাসহ মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করলে বিজিবি জওয়ানেরা ৪টি গুলি ছোড়ে। এ সময় মাদক কারবারিরাও বিজিবি জওয়ানদের লক্ষ্য করে পাল্টা চার-পাঁচটি গুলি ছুড়ে মিয়ানমারের নাগাকুরা দ্বীপে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তার ভেতরে ২ লাখ ইয়াবা পাওয়া যায়। 

লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্যের প্রতিনিধি, গণ্যমান্য ও সংবাদকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ