হোম > অপরাধ > চট্টগ্রাম

বাঁশে প্রস্রাব করতে মানা করায় নাক ফাটালেন ছাত্রলীগের দুই নেতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডেকোরেশনের বাঁশের ওপর প্রস্রাব করতে মানা করায় স্থানীয় এক যুবককে মেরে রক্তাক্ত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের দুই নেতা।

গত বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশে এ ঘটনা ঘটে বলে জানা যায়। 

অভিযোগ দুজন হলেন—শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার সাকিব। 

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন এটিএম বুথের পাশে স্থানীয় একটি ডেকোরেশনের বাঁশের ওপর প্রস্রাব করেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এনায়েত উল্লাহ। এ সময় স্থানীয় রনি মজুমদার ডেকোরেশনের বাঁশের ওপর প্রস্রাব করতে নিষেধ করেন। এতে ক্ষেপে গিয়ে প্রথমে খায়রুল বাশার সাকিব ওই যুবকের বাইকের চাবি কেড়ে নেন এবং মুখে এলোপাথাড়ি ঘুষি মারেন এনায়েত উল্লাহ। রনির নাক ফেটে রক্ত বের হয়। ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা এনায়েত ও সাকিবকে শান্ত করার চেষ্টা করলেও তাঁরা পাশের কাঠের দোকান থেকে কাঠ নিয়ে রনিকে মারতে তেড়ে যান। 

আহত মো. রনি মজুমদার বলেন, ‘আমি শুধু তাঁদের বাঁশের ওপর প্রস্রাব করতে মানা করেছিলাম। কিন্তু সাকিব আর এনায়েত মিলে আমাকে মেরে আহত করেছে। মারামারির সময় সাকিবকে দেখে আমার স্বাভাবিক মনে হয়নি।’ 

এ ব্যাপারে কোনো আইনি সহায়তা নেবেন কি না জানতে চাইলে রনি বলেন, ‘আমি এ ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নিব।’ 

মারধরের ব্যাপারে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার সাকিব বলেন, ‘তাঁর (রনি) সঙ্গে আমার এমন কোনো ঘটনা ঘটেনি, শুধু তর্কাতর্কি হয়েছে। তাঁর নাক মুখ দিয়ে রক্ত ঝরছে সে ব্যাপারে আমি কিছু জানি না। তর্কাতর্কির এক পর্যায়ে আমি ওখান থেকে চলে এসেছি।’ 

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি তাঁকে মারিনি। সেখানে হাতাহাতি হচ্ছিল, আমি ছুটাতে গিয়েছি। আর ছুটাতে গেলে তো একটু ধাক্কাধাক্কি করতে হয়ই! কারা এই মারামারির সঙ্গে জড়িত আছে আমি খোঁজ নিচ্ছি।’ 

এ ঘটনায় একাধিকবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। 

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘আগামী আগামীকাল রোববার ছাত্রলীগ ও এলাকাবাসী মিলে বসবো। বসে এর সমাধান করবো।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিনকে বিষয়টি জানালে তিনি বলেন, ‘আমি তোমার মাধ্যমে ঘটনাটি জানতে পারলাম। আমি এখনি সহকারী প্রক্টরদের এ ঘটনা সম্পৰ্কে খোঁজ নেওয়ার জন্য বলছি। এ ব্যাপারে আমরা বসে সিদ্ধান্ত নিব।’

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ