Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

লামায় প্রবাসীর স্ত্রী–সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় ছয় জনকে জিজ্ঞাসাবাদ চলছে

প্রতিনিধি

লামায় প্রবাসীর স্ত্রী–সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় ছয় জনকে জিজ্ঞাসাবাদ চলছে

লামা (বান্দরবান): লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় ছয়জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নুর মোহাম্মদ নামে ওই প্রবাসী দীর্ঘদিন ধরে কুয়েতে থাকেন।

জিজ্ঞাসাবাদের জন্য যাদের থানায় নেওয়া হয়েছে তারা হলেন, নিহত মাজেদার বড় বোন রাহেলা বেগম, রাহেলা বেগমের স্বামী আব্দুর রশিদ, স্থানীয় ওসমান গণির ছেলে হাফেজ মো. সাইদুর রহমান (২০), কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের দুই ভাই মো. শাহ আলম, আব্দুল খালেক ও চাম্পাতলী এলাকার এজাহারের ছেলে মো. রবিউল (২২)। রবিউল নুর মোহাম্মদের ছোটভাই দুবাইপ্রবাসী ইমরানের বাগানের কেয়ারটেকার।

লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল হক জানান, কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বাড়ি থেকে তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় নিবিড়ভাবে তদন্ত চলছে। ছয়জনকে থানায় নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে।

এদিকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন লামা থানার ওসি মো. মিজানুর রহমান।

গতকাল শুক্রবার দিবাগত রাতে বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলীতে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বাড়ি থেকে তাঁর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছেন নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), তাঁর সন্তান রাফি (১৩) ও নুরি (১০ মাস)। নুর মোহাম্মদ চাম্পাতলী গ্রামের বাচা মিয়ার ছেলে।

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে