হোম > অপরাধ > চট্টগ্রাম

চাঁদপুরে গাছের ডাল কাটা নিয়ে হামলায় দিনমজুর নিহত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুভাষ বাউল (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে বাউল বাড়িতে এ ঘটনা ঘটে। 

পুলিশ এই ঘটনায় পুরবী দাস (২৫) ও নকুল চন্দ্র দাস (৬০) নামে দুজনকে আটক করেছে। খুনের ঘটনায় অভিযুক্ত দুলাল বাউল নামে আরেকজন পলাতক। 

সুভাষ বাউলের পুত্রবধূ শিউলি দাস বলেন, লাউতলী গ্রামের বাউল সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। দুপুরে তার শ্বশুর সুভাষ বাউল গাছের ডাল কাটতে গেলে দুলাল বাউল বাধা দেন। এ নিয়ে দুলাল বাউলের সঙ্গে সুভাষ বাউলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলাল ও তাঁর ভাইয়ের হামলায় সুভাষ মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, ঘটনায় জড়িত দুজনকে জিজ্ঞাবাসাদের জন্য আটক করা হয়েছে। সুভাষ বাউলের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ দেওয়া হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ