হোম > অপরাধ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে দশ লাখ টাকার ইয়াবাসহ চার যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এই সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকেরা হলেন, মো. মনির (২৪), মো. ইলিয়াস (২৫), মো. নুর (২৪) ও মো. নুরুল ইসলাম (২২)।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে মঙ্গলবার ভোরে মহাসড়কের পৌর সদর শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করে। তাঁর হাতে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ দুপুরে ইয়াবা পাচারের খবর পেয়ে বাসস্ট্যান্ডে পুনরায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ইলিয়াস, নুর ও নুরুল ইসলাম নামে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সুমন বণিক আরও বলেন, উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় দশ লাখ টাকা। মঙ্গলবার দুপুরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার