Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

চকরিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মোহাম্মদ সাগর (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ সাগর বদরখালীর ঠুটিয়াখালী গ্রামের মোহাম্মদ আব্দুল জলিলের ছেলে। 

জানা যায়, চকরিয়া উপজেলার বদরখালীতে সালিস বৈঠকে জয়নাল আবেদীন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ সদস্যরা গতকাল রোববার সন্ধ্যায় ঠুটিয়াখালী গ্রামে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে চকরিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাহাঙ্গীর, উত্তম কুমার ও তাঁদের সঙ্গীয় তিনজন কনস্টেবল গুরুতর আহত হন। এ ঘটনায় চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরওয়ার বাদী হয়ে এজাহারনামীয় ৩ জন ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

মামলার বাদী উপপরিদর্শক (এসআই) গোলাম সরওয়ার বলেন, আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) উপপরিদর্শক মাঈন উদ্দিন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত মোহাম্মদ সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। অপর হামলাকারীদের ধরতে সম্ভাব্য স্থানে অভিযান চালানো হচ্ছে। 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বলেন, গ্রেপ্তারকৃত মোহাম্মদ সাগরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কিন্তু জয়নাল আবেদীন হত্যার ঘটনায় এখনো মামলা রুজু করা হয়নি। ভুক্তভোগী পরিবারের সদস্যরা লিখিত এজাহার দিলে মামলা রুজু করা হবে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, জয়নাল আবেদীন হত্যা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। 

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার