হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়া আশ্রয়শিবিরে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা হাবিজুল রহমান (৩২) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আজ রোববার উপজেলার পালংখালী আশ্রয়শিবিরের হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ই-৩ ব্লক ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে আরসার এক সদস্যকে আটক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিহত হাবিজুল রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সক্রিয় সদস্য।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাকিমপাড়া ১৪ ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানা এলাকায় আরসা সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকজন সদস্য হাবিজুল রহমানের ওপর হামলা করে। তারা হাফিজুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। নিহত হাবিজুল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

হাবিজুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপর অভিযান চালিয়ে জড়িত সন্দেহে বাদশাহ মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। কেন, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

লঞ্চে নবজাতকের জন্ম, আজীবন ফ্রি যাতায়াত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ দফা মাইন বিস্ফোরণ, মরল কুকুর ও বন্য শূকর

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা রাফি, কনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু

গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত কারাগারে

সোনাদিয়ার সাড়ে ৯ হাজার একর জমি বন বিভাগে হস্তান্তরের উদ্যোগ

শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি: স্বামীর যাবজ্জীবন, স্ত্রীর ১৪ বছর সাজা

ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

রাঙামাটিতে কৃষিকাজের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

নোয়াখালীতে চাঁদা না পেয়ে দোকান-ফার্মে হামলা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

সাবেক মন্ত্রী তাজুলের পরিত্যক্ত বাড়িতে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ৫