কুমিল্লার দাউদকান্দিতে নারীর গোসলের ভিডিও ধারণ নিয়ে সালিসের এক ব্যক্তিকে (৪৪) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে দাউদকান্দি পৌরসভার নাগেরকান্দি গ্রামে।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
নিহত হাবিব ফকির পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাগেরকান্দি গ্রামের আব্দুল আউয়াল ফকিরের ছেলে।
নিহতের স্বজন ও প্রতিবেশী ইউনুস ফকির জানান, একটি ছেলে এক নারীর গোসলের ভিডিও ধারণ করার কারণে স্থানীয়দের নিয়ে একটি সালিস বসে। সালিসে ওই ছেলের পক্ষে থাকা হাবিব ফকিরের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে আরেকটি পক্ষের। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন হাবিবকে পিটিয়ে জখম করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হকসহ মডেল থানার একটি টিম।
ওসি মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’