হোম > অপরাধ > চট্টগ্রাম

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে তাসলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার। তবে অভিযুক্ত পরিবারের দাবি, তাসলিমার স্বাভাবিক মৃত্যু হয়েছে। 

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার বগাদি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তাসলিমার মরদেহ দাফনের সময় ভুক্তভোগী পরিবার পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার।

নিহতের ছোট বোন শিখা আক্তার বলেন, ‘দুই বছর আগে অভিযুক্ত ইয়াসিন (৩৮) মিয়ার সঙ্গে আমার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায়ই তাসলিমাকে নির্যাতন করত। বাধ্য হয়ে সম্পত্তি বিক্রি করে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা যৌতুক তুলে দেওয়া হয় ইয়াসিনের হাতে। সম্প্রতি সে আবারও ২০ হাজার টাকা যৌতুক চেয়ে বিভিন্ন সময় মানসিক নির্যাতন করতে থাকে। ঘটনার দিন দুপুর পৌনে ১টায় আমার ছোট ভাইয়ের মোবাইলে ফোন দিয়ে ২০ হাজার টাকা পাঠাতে বলে। টাকা দিতে না চাইলে সে আমার বোনকে হত্যা করবে বলে হুমকি দেয়।’ 

শিখা আরও বলেন, ‘বেলা সাড়ে ৩টার দিকে আমার বোনের শ্বশুরবাড়ির প্রতিবেশী রেহেনা বেগম ফোন দিয়ে আমাকে জানায়, বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে তাঁর মরদেহ দ্রুত দাফনের চেষ্টা চলছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখে পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে মরদেহ তাদের হেফাজতে নেয়।’ 

এই বিষয়ে আড়াইহাজার থানার ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ‘আমরা এই ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় আমরা অফিশিয়ালি অভিযোগ গ্রহণ বা কাউকে আটক করিনি। আগে বিষয়টি প্রমাণ করতে হবে যে তাঁকে আসলেই হত্যা করা হয়েছে। তারপরেই আমরা মামলা বা আটক গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করব।’ 

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ