হোম > অপরাধ > চট্টগ্রাম

নাফ নদী থেকে ৫০ হাজার ইয়াবা ও ৪ কেজির বেশি আইস উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে চোরাকারবারিদের ফেলে যাওয়া নৌকা থেকে ৫০ হাজার ইয়াবা ও ৪ দশমিক ১৭৫ কেজি ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে নাফ নদীর হ্নীলা ইউনিয়নের জালিয়ারদ্বীপ থেকে এসব উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া মাদক আইস এযাবৎকালের সর্বোচ্চ চালান বলে দাবি বিজিবির। তবে এসব মাদক উদ্ধার করা হলেও চোরাকারবারিদের কাউকে আটক করতে পারেনি বিজিবির বিশেষ টহল দল।

আজ বেলা ১১টার দিকে বিজিবি-২-এর সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়। 

এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে ঢোকার সংবাদ পাই। এরপর দমদমিয়া বিওপির বিশেষ টহল দল জালিয়ারদ্বীপে কৌশলগত অবস্থান নেয়। গভীর রাতে হাতে চালিত একটি নৌকা নাফ নদী হয়ে জালিয়ারদ্বীপের কাছাকাছি চলে আসে। এ সময় বিজিবির অবস্থান নেওয়া টহল দল এটি থামানোর সংকেত দেয়। কিন্তু তারা সাড়া না দিয়ে নৌকাটি ঘুরিয়ে মিয়ানমারের দিকে ফিরে যেতে থাকে। তাৎক্ষণিকভাবে বিজিবির টহল দল নৌকাটি লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর চোরাকারবারিরা নৌকাটি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এতে নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ওই সব মাদক উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ২২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।’

বিজিবির এই অধিনায়ক আরও বলেন, ওই এলাকায় চোরাকারবারিদের আটকের লক্ষ্যে বেশ কিছু সময় অভিযান চালানোর পরেও তাদের খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার