Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

নারী পর্যটক ধর্ষণ মামলার প্রধান আসামি আশিক ৩ দিনের রিমান্ডে

কক্সবাজার, প্রতিনিধি

নারী পর্যটক ধর্ষণ মামলার প্রধান আসামি আশিক ৩ দিনের রিমান্ডে

কক্সবাজারে নারী পর্যটককে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর ছিদ্দিকীর আদালত এ আদেশ দেন। 

এ মামলায় গতকাল সোমবার বিকেলে তাঁর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন টুরিস্ট পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিন। 

টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘এ মামলার বাকি পাঁচ আসামির রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তবে তাঁরা কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। এ ছাড়া মামলার দুই নম্বর আসামি মেহেদি হাসান বাবুকেরও সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর স্বামী ও সন্তানকে জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনের নাম উল্লেখ ও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বামী। 

মামলার আসামি হলেন- শহরের বাহারছড়া এলাকার আশিকুল ইসলাম, মোহাম্মদ শফি ওরফে ইসরাফিল হুদা জয় ওরফে জয়া, মেহেদি হাসান বাবু ও জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন। মামলায় এখন পর্যন্ত মোট সাতজন গ্রেপ্তার হয়েছে।

প্রধান আসামি আশিককে গত ২৬ ডিসেম্বর মাদারীপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁকে ঢাকার আদালতে সোপর্দ করা হয়।

চন্দনাইশে স্কুলশিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনকে পিষে মারল বাস

বিদ্যুৎ বিতরণ অফিস থেকে ট্রান্সমিটার চুরি

বাঁশখালীতে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৭ দালাল আটক

বিএনপির দুই পক্ষের ট্যাটা যুদ্ধে গুরুতর আহত তিনজন আইসিইউতে

চাঁদপুরে আড়াই হাজার ইয়াবাসহ যুবক আটক

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৬ জেলে আটক

মেঘনায় জাটকা শিকার করায় তিন জেলের দণ্ড

ঠিকাদার খুনের মামলায় আরেক ঠিকাদারের যাবজ্জীবন

ক্ষমা চাইলেন লক্ষ্মীপুরে প্রকাশ্যে কান ধরে ওঠবস করানো সেই নেতা