Ajker Patrika
হোম > অপরাধ > চট্টগ্রাম

ভালোবেসে বিয়ে, আড়াই বছরের মাথায় তরুণীর লাশ উদ্ধার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভালোবেসে বিয়ে, আড়াই বছরের মাথায় তরুণীর লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় ভালোবেসে বিয়ে করার আড়াই বছরের মাথায় লাশ হলেন নাসরিন আকতার প্রমি (২০)। গতকাল সোমবার রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার জয়নাল আবেদীনের ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

নাসরিন উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল ফতেহ আলীর বাড়ির আবদুল ছবুরের মেয়ে। 

এ ঘটনায় স্বামী মো. জয়নাল আবেদীন (২২) ও শাশুড়ি মনোয়ারা বেগমকে (৫০) আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। ২০২১ সালে বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে জয়নাল আবেদীনের সঙ্গে নাসরিন আকতার প্রমির বিয়ে হয়। 

নাসরিনের ভাই মোহাম্মদ পারভেজ জানান, আড়াই বছর আগে জয়নাল আবেদীনের সঙ্গে বিয়ে হয় নাসরিনের। তাঁরা ভালোবেসে বিয়ে করেছিলেন। তাঁদের সংসারে দেড় বছরের একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের কয়েক মাস পার হতে না হতেই স্বামী–শাশুড়িসহ পরিবারের লোকজন মানসিক ও শারীরিক নির্যাতন করত। 

পারভেজ বলেন, ‘সোমবার সন্ধ্যায়ও আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে বোন। রাত ৯টার দিকে খবর আসে, আমার বোন আত্মহত্যা করেছে। আমার বোনকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে।’ 

বারশতের ইউপি সদস্য জমির উদ্দিন বলেন, ‘বিয়ের পর থেকে স্বামী ও শাশুড়িসহ পরিবারের লোকজন মানসিক ও শারীরিক নির্যাতন করত তাকে। এ নিয়ে কয়েকবার বৈঠকও হয়েছিল তাদের পরিবারের মধ্যে। আমরা সামাজিকভাবে বৈঠকের মাধ্যমে সমাধা করেছিলাম।’ 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘নাসরিন নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তিনজনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপি কর্মী হত্যা: বোরকা ও মাস্ক পরে কিলিং মিশনে অংশ নেন ১০ জন

মতলব দক্ষিণে জনবল-সংকটে অচল পিআইও কার্যালয়

ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে ৮০ মেডিকেল শিক্ষার্থী

বিচারকের সিল দিয়ে ভুয়া হলফনামা: আইনজীবীসহ দুজন রিমান্ডে

কক্সবাজারে ১২ হাজার একর জমি বন বিভাগকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত

সন্দ্বীপ চ্যানেলে বাল্কহেডডুবি, বাঁশ ধরে সমুদ্রে ভাসছিলেন ৭ নাবিক

কক্সবাজার-মহেশখালী নৌরুটে সি-ট্রাক চালু, পর্যটনের নতুন সম্ভাবনা

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

চাঁদপুরে গৃহবধূকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড, শ্বশুর–শাশুড়ির যাবজ্জীবন

কক্সবাজারে বাঁকখালী নদীর দখল-দূষণ দেখে হতবাক দুই উপদেষ্টা