চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জাবেদের বিরুদ্ধে তাঁর স্ত্রী ফাতেমা আক্তার কলিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও জাবেদের ফাঁসির দাবিতে লাশ নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার এবং স্বজনেরা। পরে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আজ রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দফায় দফায় এসব কর্মসূচি পালন করেন তাঁরা। এতে নিহতের পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে স্বজনেরা কলি হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দেন। এ সময় তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জাবেদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে শনিবার রাতে চট্টগ্রাম থেকে একটি ফ্রিজার ভ্যানে করে নোয়াখালীতে নিহত কলির লাশ আনা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ থেকে জানা যায়, পুলিশের এসআই মিজানুর রহমান জাবেদ ও নিহত ফাতেমা আক্তার কলি দুজনই নোয়াখালীর বাসিন্দা। জাবেদ সদর উপজেলার বিনোদপুরের বাসিন্দা এবং কলি একই উপজেলার কাদিরহানিফের বাসিন্দা। তাঁদের ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তানও রয়েছে।
গত শুক্রবার বিকেলের কোনো এক সময় ফাতেমা আক্তার কলিকে মারধর করা হয়। এরপর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গিয়ে কলি আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের মোবাইলে জানানো হয়। কলির গলায় গোলাকার কালো দাগ এবং হাতে কাটা জখমের একাধিক চিহ্ন রয়েছে। এ বিষয়ে রোববার সকালে হালিশহর থানায় একটি মামলা দায়ের করেন কলির বাবা আহছান উল্যাহ্।
কেন আত্মহত্যা প্ররোচনা মামলা করা হলো- এ বিষয়ে জানতে চাইলে নিহতের বাবা আহছান উল্যাহ্ বলেন, ‘মেয়ের মৃত্যুর খবরে আমরা জ্ঞানশূন্য ছিলাম। লাশ নোয়াখালী আনার জন্য প্রশাসনিক প্রক্রিয়ার সময় মিজানুর রহমান জাবেদ ও তাঁর ছোট ভাই জুয়েল এজাহারটি লিখে এনে আমার (আহছান উল্যাহ্) কাছ থেকে স্বাক্ষর নিয়ে চলে যায়। কলিকে তাঁর স্বামী ও শ্বশুর পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করেছে। তাঁর কপালে গভীর আঘাত, হাত-পায়ের কাটার দাগ ও পেটসহ শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আগামীকাল সোমবার এ ঘটনায় আমরা আদালতে একটি হত্যা মামলা দায়ের করব।’