হোম > অপরাধ > চট্টগ্রাম

গৃহবধূর মোবাইল ফোন থেকে ভিডিও চুরি করে জিম্মি, পর্নোগ্রাফি মামলায় তরুণ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে গৃহবধূর মোবাইল ফোন থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও চুরি করে চাঁদা দাবিসহ শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় পর্নোগ্রাফি মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আজ শুক্রবার ওই তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে জেলা শহরের মাইজদী সুপার মার্কেটের পঞ্চম তলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার তরুণের নাম মোশারফ হোসেন টিটু (২২)। তিনি কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ছবিরপাইক গ্রামের লাতু সওদাগরবাড়ির মিয়াধনের ছেলে।

পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে ভুক্তভোগী গৃহবধূ (৩০) তাঁর মোবাইল ফোন মেরামত করার জন্য টিটুকে দেন। টিটু তাঁর প্রতিবেশী দেবর। টিটু কৌশলে সেই মোবাইল ফোন থেকে গৃহবধূর কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজের মোবাইলে নিয়ে নেন। গত ৮ জানুয়ারি টিটু ওই গৃহবধূকে মোবাইল ফোনে কল দিয়ে ওই ভিডিওর কথা জানান। পাশাপাশি তাঁকে ২ লাখ টাকা এবং তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে বলেন। তা না হলে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন। 

ভুক্তভোগী গৃহবধূ তাঁর প্রস্তাবে রাজি না হয়ে পরিবারের পরামর্শে গত ৩১ জানুয়ারি পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগটি খতিয়ে দেখতে জেলা গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হলে বৃহস্পতিবার রাতে টিটুকে আটক করে। এ সময় তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোনে গৃহবধূর ব্যক্তিগত ছবি ও ভিডিও জব্দ করে। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তরুণের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। সুধারাম মডেল থানার মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ